মচমচে বেগুনি

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১১:১৫| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১২:১১
অ- অ+

শীতের সন্ধ্যায় ভাজাপোড়া খেতে কার না ভালো লাগে। রাস্তার মোড়ে মোড়ে এখন শীতের পিঠার পাশাপাশি ভাজাভুজি খাওয়া চলে ধুমচে। ভাজাভুজির নানা পদের মধ্যে আছে বেগুনি ভাজা। মুখরোচক বেগুনিভাজা ইচ্ছা করলে ঘরেও বানিয়ে খেতে পারেন। যারা জানেন না, তাদের জন্য থাকছে বেগুনির প্রস্তুত প্রণালি। মানসুরা হোসেনের সহায়তায় জানিয়েছেন উদরাজী রান্নাঘরের প্রতিষ্ঠাতা ও রান্নাপ্রেমী সাহাদাত উদরাজী

উপকরণ

বেগুন: দুই-তিনটি

হলুদ: সামান্য পরিমাণ

মরিচ: ঝাল বুঝে

জিরা: এক চিমটি

তেল: পরিমাণমতো

চিনি: এক চিমটি

রসুন: এক চামচ

বেসন: পরিমাণমতো

লবণ: স্বাদমতো

প্রণালি

বেগুন ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিয়ে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে বেগুনির পুর বানাতে বেগুন অনুযায়ী বেসন, ময়দা, সামান্য হলুদ, মরিচ, এক চিমটি জিরা, এক চিমটি চিনি, এক চামচ রসুন বাটা এবং পরিমাণমতো লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে পানি মিশিয়ে কিছুটা পাতলা মণ্ড তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে মণ্ড যেন খুব বেশি পাতলা না হয়। এবার মণ্ডে বেগুন চুবিয়ে নিয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে। হলুদাভ ভাব হলে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে।

পরিবেশন

মচমচে বেগুনির স্বাদ বাড়াতে স্বাদবর্ধক বিট লবণ ছিটিয়ে নিজের মতো পরিবেশন করুন। বেগুনি এমনিতে খাওয়া যায়। আবার ছোলা-মুড়ি-পিঁয়াজুর সঙ্গে মেখেও খাওয়া হয়।

ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা