পানির দামে স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১১:৫০ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১১:৩৯

পানির দামে স্মার্টফোন বিক্রি করছে শাওমির সাব-ব্র্যান্ড রিয়েলমি। থাইল্যান্ডের বাজারে মাত্র ১,২৯০ থাই ভাটে বিক্রি হচ্ছে সি টু এস মডেলটি। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ৩৬২১ টাকা। এর চেয়ে কম দামে ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে মেলে না।

রিয়েলমি সি টু এস ফোনে আছে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের ট্রেন্ড বজায় রেখে এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।

৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি বিল্টইন মেমোরিতে পাওয়া যাবে রিয়েলমির সস্তার এই ফোন। ফোনের স্টোরেজ কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

এই ফোনে থাকছে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক হেলিও পি২২ মডেলের চিপসেট।

ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই সেলফি ক্যামেরা কাজে লাগিয়েই কাজ করবে ফোনের ‘ফেস আনলক’ ফিচার।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে ফোরজি এলটিই।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :