মুজিববর্ষের ক্ষণগণনায় চাঁপাইনবাবঞ্জ আওয়ামী লীগে সংঘর্ষ

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ২১:২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শিবগঞ্জে ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান প- হয়ে যায়।

এর আগে স্থানীয় সাংসদ সামিল উদ্দিনের আহমেদ শিমুলের উদ্বোধনী বক্তব্য শুরু হলে প্রতিপক্ষ স্লোগান দিতে থাকেন। এতে তার বক্তব্য ঠিকভাবে শুনতে পাননি উপস্থিত শ্রোতারা। পরে পুলিশ পরিবেশ শান্ত করতে প্রথমে অনুরোধ জানায় তাদের। এতে প্রতিপক্ষ পুলিশের অনুরোধকে উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গ্রুপ ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সালিম উদ্দীন আহমেদ শিমুলের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

অনুষ্ঠানস্থলে লাঠিচার্জ-ইটপাটকেল ও চেয়ার ছোঁড়াছুঁড়িতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। এসময় মঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ করে এবং পরে রাবার বুলেট ছুঁড়ে।

সাংসদ সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, গন্ডগোল হওয়ায় আলোচনা সভা বন্ধ হয়ে যায়।

অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, আলোচনা সভারস্থানটি ছোট হওয়ায় সামান্য বিশৃঙ্খলা হয়। এতে কয়েকজন আহত হবার কথা শুনেছেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :