আতিকুল যখন চা-দোকানি

চলতে চলতে যদি দেখেন, ঢাকা উত্তর সিটির সদ্য সাবেক ও বর্তমান মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ফুটপাতের দোকানে কেটলি হাতে চা বানাচ্ছেন আর ‘এই চা, চা লাগবে’ বলে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তাহলে বিশ্বাস করা কঠিনই হবে বৈ কি। কিন্তু আজ সোমবার তেমনটাই ঘটেছে। তাই বলে ভাবতে যাবেন না যে মেয়র আতিকুল বুঝি নিঃস্ব হয়ে এই পেশায় নেমেছেন।
নির্বাচনের মৌসুমে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড নজরে আসে প্রায়ই। কখনো প্রার্থীরা, কখনো বা তাদের সমর্থকরা এমন কিছু কাজ করেন যা সচরাচর তাদের করতে দেখা যায় না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ফুটপাতে বসে চা বানানো আর তা পরিবেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি আজ সোমবারের। আতিকুল ইসলাম আজ সকালে নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে ঢাকা উত্তরের খিলগাঁও, রামপুরা এলাকায় প্রচারণায় নামেন। এক পর্যায়ে রামপুরার একটি সড়কের ফুটপাতের ছাপড়া চা-দোকানে ঢুকে বসে পড়েন দোকানির টোলে। কাপ ধুয়ে হাতে তুলে নেন কেটলি। কাপে চা বানিয়ে পরিবেশন করেন প্রচারণাসঙ্গীদের।
একটি বেসরকারি টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, আতিকুল ইসলাম চা তৈরি করছেন, তার সামনে একটি বেঞ্চে বসা বেশ কয়েকজন নেতাকর্মী। আশপাশে অনেকে জোরে জোরে কথা বলছেন। এর ফাঁকে আতিকুলকে বলতে শোনা যায়, ‘এই চা চা।’ পাশ থেকে একজন বলে ওঠেন, ‘এই নৌকার চা খাবে, কে খাবেন।’
এরপর বারবার আতিকুল বলছেন, ‘এই চা-চা কে খাবে?’ একবার তাকে বলতে শোনা যায়, ‘এই...মালাই কার লাগবে?’
ভিডিওতে শেষের দিকে মেয়রপ্রার্থীর উদ্দেশে কোনো একজনকে বলতে শোনা যায়, ‘আসলে চা-টা মজা হয়েছে।’ আতিকুল ইসলাম তার কাছে জানতে চান, চা আসলেই মজা হয়েছে কি না।
এর আগে আজ সকালে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে গণসংযোগ করেন আতিকুল ইসলাম।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন রাজধানী জুড়ে মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। আতিকুলের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন