যশোরে ছয় মাদকসেবীকে কারাদণ্ড

যশোরে ছয় মাদকসেবীকে আটকের পর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় যশোর শহরের মাড়োয়ারি মন্দিরের পাশে পতিতাপল্লীর সামনে একটি বাংলা মদের দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, শহরের নাজির শংকরপুরের কুতুব উদ্দিনের ছেলে বাহাউদ্দিন (১৮), হাসেম আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ধর্মতলার মৃত ওমর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০), মজনু বিশ্বাসের ছেলে শরিফুল (৪১), বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ছবেদ আলীর ছেলে আইয়ুব আলী (৩২) এবং মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের এখলাক শেখের ছেলে রুবেল শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, আদালত অভিযানকালে দেখতে পান, ওই ছয় ব্যক্তি অনুমতি ছাড়াই বাংলা মদ সেবন করছেন। তাদের আটক করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন দিন করে জেল দেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মী ও পুলিশ সদস্যরা ছিলেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)

মন্তব্য করুন