ভালোবাসা দিবসে একই ফ্রেমে নিশো-মেহজাবিন

ভালোবাসা দিবসে আসছে বিশেষ নাটক 'প্রতিদিন'। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সময়ের সাড়া জাগানো অভিনেতা আরফান নিশোকে। তার সঙ্গে একই ফ্রেমে থাকবেন মেহজাবিন চৌধুরী।
নাটকটি পরিচালনা করছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। পরিচালনার পাশাপাশি 'প্রতিদিন' এর চিত্রনাট্যও করেছেন আরিয়ান।
তিনি বলেন, ‘গল্পটা মূলত বিবাহ বিচ্ছেদ হওয়া এক দম্পতিকে ঘিরে। তাদের বিচ্ছেদের পর একজনের যদি পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব হয় এবং সম্পর্কটা আবার আগের মতো করার সুযোগ না থাকে, তাহলে ঠিক কী কী ঘটতে পারে সেই বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি। আশা করছি, এই ভ্যালেন্টাইনে বিচ্ছেদের গল্পটি দর্শকমনে নতুন ভালোবাসার জন্ম দেবে।’
প্রতিদিন' মধ্য দিয়ে বহুদিন পর অভিনয়ে দেখা যাবে মনির খান শিমুলকে। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে শিরিন আলম, এ কে আজাদ সেতু, শোয়েব মনির, বাশার বাপ্পীসহ অনেককে।
ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান 'সিএমভি'র ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কারই/ইএস

মন্তব্য করুন