সুনামগঞ্জে বিষে মরল শতাধিক হাঁস

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৫
অ- অ+

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভান্ডা বিলের একাংশে বিষে মরল শতাধিক হাঁস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভান্ডা বিলে এ ঘটনা ঘটে। হাঁসের খামারি জাকির হোসেন অভিযোগ করেন কান্দবপুর গ্রামের কয়েকজন শত্রুতা করে এ ঘৃণ্য কাজ করেছে।

জানা যায়, উপজেলার ফেনারবাক ইউপির আলিপুর গ্রামের জাকির হোসেন নিজ বাড়িতে এক হাজার হাঁসের একটি খামার গড়ে তুলেন। প্রতিদিনের মতোই সকালে পার্শ্ববর্তী গ্রামের ভান্ডা বিলের একাংশে খাদ্যগ্রহণের জন্য হাঁসগুলোকে নিয়ে যায় খামারের কেয়ারটেকার। বিলের মাছ ধরার পর মাটির নিচে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য সেই মাটিতে বিষ প্রয়োগ করা হয়। আর সেখানে হাঁস নেমে মাটি থেকে খাদ্যগ্রহণের পর ঘটনাস্থলেই একের পর এক হাঁস মারা যেতে থাকে।

জাকির বলেন, হাঁস সেই বিলে চড়ানোর আগে বিলের মাছ শিকারিদের জিজ্ঞাসা করা হয়েছে বিলে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে কিনা। তারা জবাবে কোনো ধরনের বিষক্রিয়া মাটিতে প্রয়োগ করেনি বলে তারা জানায়।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনার ব্যাপারে অভিযোগ পেলে আমরা আইনত ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা