ভারতে চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশি ‘নিখোঁজ’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১০:২৯
অ- অ+

ভারতে চিকিৎসা নিতে গিয়ে ওমর ফারুক নামে এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে ভারতে যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

ওমর ফারুক বয়স আনুমানিক ৪৮। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। পাসপোর্ট নম্বর BW0144361।

ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ভারতের অন্ধ্রপ্রদেশের পালাসা স্টেশন থেকে হারিয়ে যান ফারুক। এর আগে তামিলনাডুর ভেলোরে তার শ্বাসতন্ত্রে অস্ত্রোপচার হয়। ভেলোর থেকে চিকিৎসা নিয়ে কলকাতার উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। পালাসা স্টেশন পেরোনোর পর তাকে খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। সঙ্গে থাকা পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পায়নি। তিনি শারীরিক অসুস্থতার পাশাপাশি অপারেশন পরবর্তী সময়ে মানসিকভাবেও অসুস্থ অনুভব করছিলেন।

ফারুকের খোঁজ না পেয়ে তার পরিবারের লোকজন উৎকন্ঠার মাঝে দিন পার করছেন। ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি তার খোঁজ পেয়ে থাকেন এই নম্বর দুটিতে 7400378789 (ভারত), 008801815427612 (হোয়াটসঅ্যাপ) জানানোর অনুরোধ করা হয়েছে নিখোঁজের স্বজনদের পক্ষ থেকে।

এ ব্যাপারে ভারতীয় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

ফারুককে পেতে ভারতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চেয়েছেন নিখোঁজের পরিবার।

বাংলাদেশে অবস্থানরত নিখোঁজের স্ত্রী, পুত্র, ভাই-বোনরা দ্রুত তার সন্ধান পেতে ভারতে স্থাপিত বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/সিকে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা