মির্জাপুরে ৪১ হাফেজকে সংবর্ধনা

টাঙ্গাইলের মির্জাপুরে ৪১ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা ও পোশাক দেয়া হয়েছে। শনিবার ঈমাম উলামা ঐক্য পরিষদ ও মরহুম আলী আকবর খান স্মৃতি বৃত্তি প্রকল্পের উদ্যোগে হিফজ্ সমাপনী এসব ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলার পাকুল্যা জমিদার বাড়ির ঈদগাহ্ মাঠে এই সংবর্ধনা ও পোশাক দেয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের ধূলেরচর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ।
এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আলী আহসান খান চৌধুরী মনির, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মির্জাপুর ইসলামী যুবকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো. ফরিদ হোসাইন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৪১ জন নতুন হাফেজকে কোরআন শরিফ ও পোশাক দেয়া হয়।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন