সাতক্ষীরায় এসএসসির প্রশ্নফাঁস চক্রের ‘সদস্য’ আটক

সাতক্ষীরায় অর্থের বিনিময়ে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার দুপুরে শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন তালুকদার চালতেতলা বাগানবাড়ির মো. গিয়াসউদ্দিনের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ জানান, চালতেতলা বাগান বাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষা ২০২০সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য বিল্লাল। তিনি অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
এ সময় সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতন স্কুলের সামনে থেকে প্রতারক চক্রের সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাবাসাদের মাধ্যমে ফেসবুক আইডি Mohammed Habibul Bashar থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া যায় বলে জানান র্যাব কর্মকর্তা।
ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ইএস

মন্তব্য করুন