শীতের শেষে শৈত্যপ্রবাহ

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫

আরও একটি শৈত্যপ্রবাহ আসছে। আবহাওয়া অধিদপ্তর জানা গেছে, আগামী ৫ ই ফেব্রুয়ারী থেকে ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বেশকিছু এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে এবং বাকি বিভাগের আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে। শীতের তীব্রতা বেশ হ্রাস পেতে পারে। এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/আরজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :