‘পাঁচ বছরের মধ্যে সারা দেশে আন্ডারগ্রাউন্ড ক্যাবল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৪
অ- অ+
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দেশের সব শহরে আগামী পাঁচ বছরের মধ্যে ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা (আন্ডার গ্রাউন্ড ক্যাবল) গড়ে তোলা হবে।’

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপনে পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও অস্ট্রেলিয়ার কোম্পানি কেআইএস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

পিডিবি তাদের অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জি ট্রোন এবং আর অ্যান্ড ডিকেআইএস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। এ উপলক্ষে এই চুক্তি সইয়ের অনুষ্ঠান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য সব গাছের গলা কেটে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিদ্যুতের তার ভূ অভ্যন্তরে নিতে হবে।’

‘এই আইডিয়া প্রকৌশলীদের দেওয়া উচিত, কিন্তু দুঃখজনক এই পরিকল্পনা তাদের মাথা থেকে আসেনি। এই প্রকল্পের আলোচনার পর তিন বছর কেটে গেল, এটা দুঃখজনক।’

আন্ডারগ্রাউন্ড ক্যাবল সম্প্রসারণের পরিকল্পনা জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘শুরুতেই দেশের চারটি অঞ্চল সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ আশপাশের এলাকায় এ কাজ করা হবে। পরে ওজোপাডিকো ও নেসকোর অধীনের এলাকাগুলোয় এ উদ্যোগ নেয়া হবে।’

এ সময় প্রতিমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মানসম্মত বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করছেন বলেও জানান।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে যেসব অঞ্চলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা