দ্বিতীয় সেশনে বাংলাদেশের অর্জন এক উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০১| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯
অ- অ+

রাওয়ালপিন্ডি টেস্টে গতকালই (শুক্রবার) শেষ হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৯৫ রান করে তারা। দ্বিতীয় সেশন শেষে তাদের দলীয় স্কোর ৩ উইকেটে ২০৬ রান। অর্থাৎ, দ্বিতীয় সেশনে বাংলাদেশ নিতে পেরেছে মাত্র ১ উইকেট।

পাকিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ফেরান স্বাগতিক ওপেনার আবিদ আলীকে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই সফল হন আবু জায়েদ। উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে শূন্য রানে আবিদকে ফেরানে এই ডানহাতি।

শুরুতে উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে। তবে শান মাসুদ ও আজহার আলীর ৯১ রানের জুটি ভাঙেন সেই জায়েদ। এবার পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে ইনিংসের ২৩তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৪ রানে স্লিপে থাকা নামজুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান তিনি।

দ্বিতীয় সেশনে পাকিস্তানের দলীয় রান যখন ২০৫ তখন শান মাসুদকে বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম। তবে, শান মাসুদের সেঞ্চুরি থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। ব্যক্তিগত ১০০ রানে আউট হন মাসুদ।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিনটা ভালো হয়নি বাংলাদেশের। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে টাইগাররা। দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে পান ফিফটির দেখা। মিথুন ১৪০ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৪৪ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট ভাগ করেন নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। এক উইকেট পান নাসিম শাহ।

(ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা