পেকুয়ায় ডাকাতের গুলিতে প্রবাসী খুন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭
অ- অ+

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতের গুলিতে মো. নুরুন্নবী (২৮) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাই মো. মোজাম্মেল ও মা হাজেরা বেগম।

মঙ্গলবার রাত আটটার দিকে শিলখালী ইউনিয়নের সাপের ঘারা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী একই এলাকার হাসান শরীফের ছেলে।

নিহতের বড় ভাই ফরিদুল আলম বলেন, ‘রাত আটটার দিকে ৮-১০ জন ডাকাত আমাদের বাড়িতে হানা দেয়। তখন আমি বাড়ির ওঠানেই ছিলাম। ডাকাতরা আমার হাত ও চোখ বেঁধে রেখে বাড়িতে ঢুকে পড়ে। ডাকাতরা বাড়ির ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করতে চাইলে নুরুন্নবী ও মোজাম্মেলসহ পরিবারের সদস্যরা বাধা দেয়। এ সময় ডাকাতরা গুলি করে ও তাদের কোপাতে থাকে। ডাকাতের গুলিতে নুরুন্নবী নিহত হয় এবং তাদের মাসহ দুইজন আহত হন।

নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বলেন, নুরুন্নবী এক মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। গত রবিবার টইটংয়ের ধনিয়াকাটা এলাকার ইয়াসিন শরীফের মেয়ে ছাদেকা ইয়াসমিনকে বিয়ে করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা