ভক্তকে গর্ভবতী করে বিয়ে করলেন কথিত পীর

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৮
অ- অ+

মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় এক পীরের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক তরুণী। অবশেষে তাকে বিয়ে করে ঘরে তুলে নিয়েছেন কথিত পীর।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থানার বাকপুরার পীর ওয়াহিদ চান। সম্প্রতি তিনি মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় আস্তানা গড়ে তুলেন। এলাকার সহজ-সরল মানুষ তার ভক্ত ও মুরিদ হয়। এই ভক্তদের মাঝে এক তরুণীর উপর লোলুপ দৃষ্টি পড়ে ওয়াহিদ চানের। পরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার পীরকে চাপ প্রয়োগ করে। উপায়ন্তর না পেয়ে তরুণীকে বিয়ে করে তার গ্রামের বাড়ি নিয়ে যান।

তবে এ বিষয়ে অভিযুক্ত ওহিদুল ইসলাম বলেন, আমি ওই মেয়েকে বিয়ে করেছি। সে এখন আড়াই মাসের গর্ভবতী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেউ অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা