ভৈরবে হাতেখড়ি কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে হাতেখড়ি বিদ্যা নিকেতন কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সাদেকপুর মধ্যপাড়া স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিন ওভারসিজ, ঢাকার চেয়ারম্যান ও শিল্পপতি আমিরুল ইসলাম আমিন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যরা হলেন- বিজেএমসির ডেপুটি জেনারেল ম্যানেজার (মাকেটিং) ফারুক মিয়া, গুরু দয়াল সরকারি কলেজের প্রভাষক মোশারফ হোসাইন, প্রভাষক আলাউদ্দিন আল আজাদ, ব্যবসায়ী আজিজুল হক রাজিব, সাদেকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শওকত আকবর, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমাদাদুল হক এমাদ, ডা. নুরুল আলম, সাদেকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এজহার ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য তাইবুদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য মাসুদ ভূঁইয়া, বাছির ভ্ূঁইয়া, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুকুুনুজ্জামান খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি আমিরুল ইসলাম বলেন, ‘কোমলমতি শিশুদের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কিন্ডারগার্টেন পর্যায়ে পড়াশোনা। আজকের দিনের কোমলমতি শিশু আগামীতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হতে হবে।’

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা