রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা অ্যাঞ্জেলিনা জোলির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮
অ- অ+
ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাঞ্জেলিনা জোলি (ফাইল ছবি)

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহত্ব ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ইউএনএইচসিআরের বিশেষ দূত ও বিশিষ্ট হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

গতকাল এক চিঠিতে এই প্রশংসা করেন বলে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় জানানো হয়।

চিঠিতে অ্যাঞ্জেলিনা জোলি জানান, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।

জোলি আশা প্রকাশ করেন, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহ্ঙ্গিাদের সার্বিক চাহিদা মেটাতে চতুর্থবারের মতো জাতিসংঘ যৌথ পরিকল্পনা প্রকাশ করতে চলেছে চলতি মাসেই। এ বছর পালিয়ে আসা রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয়দের খাদ্য নিরাপত্তা, আশ্রয়, পুষ্টি, পরিচ্ছন্নতাসহ ১১ খাতে ৮৭ কোটি ৭০ লাখ ডলার ধরা হয়েছে।

চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশংসা করেন জোলি।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক দিক বিবেচনায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও চিঠিতে জানান জোলি।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে গত বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করেন ইউএনএইচসিআরের এই বিশেষ দূত। সফরে এসে জোলি কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি ঘুরে দেখেন এবং তাদের মুখে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের করুণ কাহিনি শোনেন।

আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা