অস্ট্রেলিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পিকনিক ২২ মার্চ

অস্ট্রেলিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪
অ- অ+

অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার বার্ষিক ক্রীড়া ও পিকনিক আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টায় সিডনিস্থ ‘কার্স পার্কে’ ক্রীড়া প্রতিযোগিতা, বেলা ২টায় মধ্যাহ্নভোজ, বিকাল ৩টায় পুরস্কার বিতরণ, বিকাল ৪টায় র‌্যাফেল ড্র হবে।

অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীদের সপরিবারে ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি এ.কে.এম হেলাল, ভাইস-প্রেসিডেন্ট নানু মিয়া ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

প্রসঙ্গ, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া’ একটি সামাজিক সংগঠন। সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীবেষ্টিত সিলেট বিভাগের চারটি জেলা- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ও মৌলভীবাজার, তথা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত অঞ্চল নিয়েই জালালাবাদ এলাকা। আর এ এলাকার প্রবাসী জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। এই সংগঠনের মূল উদ্দেশ্য জাতীয় অগ্রযাত্রার সঙ্গে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হওয়া।

বিশেষ করে শিক্ষা ও সিলেটি সংস্কৃতিতে এগিয়ে নিতে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা