বার্লিনে পুরস্কৃত নিষিদ্ধ ইরানি নির্মাতার গোপনে বানানো ছবি

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৩:১০

সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড নিয়ে সিনেমা বানিয়ে ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা ছবির পুরস্কার জিতেছে নিষিদ্ধ ইরানি পরিচালক মোহাম্মাদ রাসুলফের ‘দেয়ার ইজ নো ইভল’। ২০১৭ সালে রাসুলফের চলচ্চিত্র নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান সরকার। ফলে পুরস্কার জেতা এ ছবিটির শুটিং তাকে গোপনে করতে হয়েছে।

শুধু তাই নয়, ‘দেয়ার ইজ নো ইভল’ ছবিটি নিয়ে কর্তৃপক্ষের আপত্তির কারণে রাসুলফকে বিদেশ ভ্রমণের অনুমতিও দেয়া হয়নি। তাই রাসূলফের পক্ষে ছবিটি নিয়ে বার্লিনে যান তার মেয়ে বারান। তিনি এই ছবির একজন অভিনেত্রী। বার্লিনে বাবার পক্ষে পুরস্কারও গ্রহণ করেন বারান।

বার্লিন চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রেসিডেন্ট জেরেমি আয়রনস জানান, রাসূলফের সিনেমায় চারটি মৃত্যুদণ্ড নিয়ে চারটি গল্প রয়েছে। যাতে দেখা যায়, কর্তৃত্ববাদী সরকারের বোনা জালে বাধা পড়েছে বহু সাধারণ মানুষ। তাদের মধ্যকার মানবিকতাও হারিয়ে যাচ্ছে ক্রমশ।

বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিতরণের আগের দিন আয়োজকদের সঙ্গে স্কাইপে কথা বলেন পরিচালক রাসুলফ। তিনি বলেন, ‘সিনেমার প্রতিটি ভাগের গল্প আসলে আমার নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বানানো।’ তিনি ব্যাখ্যা করেন, সিনেমার একটি অংশে একজন ব্যক্তির চরিত্র আছে, যেটি তিনি নির্মাণ করেছেন এমন একজনের কথা ভেবে যিনি তাকে জেলখানায় জিজ্ঞাসাবাদ করেছিলেন।

উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে ‘নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ’ নামে গর্ভপাত নিয়ে বানানো একটি চলচ্চিত্র। এই ছবিটির বানিয়েছেন মার্কিন পরিচালক এলাইজা। যিনি ‘হিটম্যান’-এর নির্মাতা হিসেবে খুবই জনপ্রিয়।

ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :