অতিরিক্ত সচিব আমজাদ হোসাইন অবসরে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আমজাদ হোসাইনকে অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আমজাদ হোসাইনের ২০২০ সালের ৩ মার্চ ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন ) এর ধারা ৪৩ এর (১) ক অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্ট এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/০৩মার্চ/এএ/জেবি)

মন্তব্য করুন