টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান লিটনের

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২ ম্যাচের দু’টিতেই হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। তার মোট রান ১১৯। প্রথম ম্যাচে ৫৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬০ রান করেন লিটন। তাই সিরিজ সেরাও হন লিটন।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান করেছিলেন লিটন। ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৩১১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সিরিজে ২টি সেঞ্চুরিতে ৩১০ রান করেছিলেন তামিম ইকবাল। তাই তামিমের সাথে যৌথভাবে ওয়ানডে সিরিজেরও সেরা হয়েছিলেন লিটন।
টি-টোয়েন্টি সিরিজের ২ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরিতে ৮২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ৬০ রান নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ১ ম্যাচে ৪১ রান করেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তাই তালিকার চতুর্থ স্থানে আছেন তামিম।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান
খেলোয়াড় |
ম্যাচ |
ইনিংস |
রান |
হাফ সেঞ্চুরি |
গড় |
লিটন (বাংলাদেশ) |
২ |
২ |
১১৯ |
২ |
১১৯.০০ |
সৌম্য (বাংলাদেশ) |
২ |
২ |
৮২ |
১ |
- |
টেইলর (জিম্বাবুয়ে) |
২ |
২ |
৬০ |
১ |
৬০.০০ |
তামিম (বাংলাদেশ) |
১ |
১ |
৪১ |
০ |
৪১.০০ |
কামুনহুকামওয়ে (জিম্বাবুয়ে) |
২ |
২ |
৩৮ |
০ |
১৯.০০ |
(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন