টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান লিটনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৮:৪০
অ- অ+

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২ ম্যাচের দু’টিতেই হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। তার মোট রান ১১৯। প্রথম ম্যাচে ৫৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬০ রান করেন লিটন। তাই সিরিজ সেরাও হন লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান করেছিলেন লিটন। ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৩১১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সিরিজে ২টি সেঞ্চুরিতে ৩১০ রান করেছিলেন তামিম ইকবাল। তাই তামিমের সাথে যৌথভাবে ওয়ানডে সিরিজেরও সেরা হয়েছিলেন লিটন।

টি-টোয়েন্টি সিরিজের ২ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরিতে ৮২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ৬০ রান নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ১ ম্যাচে ৪১ রান করেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তাই তালিকার চতুর্থ স্থানে আছেন তামিম।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান

খেলোয়াড়

ম্যাচ

ইনিংস

রান

হাফ সেঞ্চুরি

গড়

লিটন (বাংলাদেশ)

১১৯

১১৯.০০

সৌম্য (বাংলাদেশ)

৮২

-

টেইলর (জিম্বাবুয়ে)

৬০

৬০.০০

তামিম (বাংলাদেশ)

৪১

৪১.০০

কামুনহুকামওয়ে (জিম্বাবুয়ে)

৩৮

১৯.০০

(ঢাকাটাইমস/১২ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা