রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ১৮:১৬

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আশরাফুল আলম ও তার স্ত্রী রোজিনা বেগম। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের প্রতিবেশী হারুন অর রশীদ ঢাকাটাইমসকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে রোজিনা বেগম রান্না করতে যান। দিয়াশলাই জ্বালানো মাত্রই আগুন ধরে যায় তার শরীরে। তার চিৎকারে আশরাফ তাকে উদ্ধার করতে গেলে রোজিনা আশরাফকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এতে আশরাফের শরীরও পুড়ে যায়। দগ্ধ আশরাফুল আলম স্থানীয় একটি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন। তাদের গ্রামের বাড়ি রংপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে আশরাফের শরীরের ৭৫ ভাগ আর রোজিনা শরীরের ৫৭ ভাগ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদেরকে বার্ন ইউনিটের অবজারভেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১৪ মার্চ/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :