যে গ্রুপের রক্তে করোনার ঝুঁকি বেশি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১০:৩০
অ- অ+

বিশ্বব্যাপী মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এমন অবস্থায় নতুন একটি গবেষণা প্রকাশ করেছেন চীনের গবেষকরা। তারা জানিয়েছেন, 'এ' গ্রুপের রক্ত বহনকারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। চীনের ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডরেক্সিভ ওয়েবসাইটে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

ওই গবেষণায় বলা হয়েছে, যারা 'এ' গ্রুপের রক্ত বহন করছেন তারা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। আবার যারা 'ও' গ্রুপের রক্ত বহন করছেন তারা কম শঙ্কায় রয়েছেন।

গবেষকরা করোনাপীড়িত উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার দু’শ রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, উহানের নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশ ও গ্রুপের রক্ত বহন করছেন, ৩২ শতাংশ বহন করছেন এ গ্রুপের রক্ত। আর ২৫ শতাংশ বি গ্রুপের বহন করছেন এবং ৯ শতাংশ বহন করছেন এবি গ্রুপ।

বিজ্ঞানীরা উহানের তিন হাজার সাতশ সুস্থ নাগরিকের রক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। করোনা আক্রান্ত রোগীদের নিয়েও গবেষণা করেছেন। তারা দেখতে পান উহানে করোনা আক্রান্ত ব্যক্তির ৩৮ শতাংশই এ গ্রুপের রক্ত বহন করছেন। আর অন্যদিকে, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী বি গ্রুপের এবং ২৫ দশমিক ৮ শতাংশ ব্যক্তি ও গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম ব্যক্তি (১০ শতাংশ) এবি গ্রুপের রক্ত বহন করছেন।

গবেষকরা বলেছেন, এই গবেষণাটি প্রাথমিক পর্যায়ের। এটি নিয়ে আরও কাজ বাকি রয়েছে। যেসব চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদেরকে রোগীর রক্তের গ্রুপ উল্লেখ করে সে বিষয়ে বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন।

উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালের ট্রান্সেলেশন মেডিসিন নিয়ে এই গবেষণার নেতৃত্ব দেন ওয়ান জিংহুয়ান। তিনি লিখেছেন, ‘রক্তের গ্রুপ এ এর লোকদের বিশেষত সংক্রমণের সম্ভাবনা কমাতে ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজন হতে পারে। এছাড়া তাদের আরও সচেতন ও উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে’।

ঢাকা টাইমস/১৮মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিআর পদ্ধতিতে নির্বাচন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে : সেলিম উদ্দিন
কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রিজভী
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ: ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা