সপরিবারে আইসোলেশনে জেমি ডে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মার্চ ২০২০, ১২:২৪ | প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১২:১১

বৈশ্বিক মহামারী নোভেল করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব, স্থবির হয়ে আছে জনজীবন। বিশ্বের তামাম কার্যক্রম ব্যাহত হচ্ছে, ক্রীড়াঙ্গনেও চলছে অস্থিরতা। কোভিড-১৯’র তোপে লন্ডনের বেক্সলে পরিবারসহ সেলফ আইসোলেশনে আছেন বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ জেমি ডে।

করেনো ভাইরাস আতঙ্কে জরুরি প্রয়োজন নিজের ঘরের বাইরে যাচ্ছেন না এ ইংলিশ ফুটবল ম্যানেজার। করোনা ভাইরাসের কারণে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হওয়ায় ছুটিতে গেছেন জেমি ডে। যাওয়ার পর থেকেই একপ্রকার ঘরেই সময় কাটাচ্ছেন তিনি।

স্ত্রী ও চার ছেলে নিয়ে জেমি ডের সংসার। জানালেন এ মুহূর্তে পরিবারের সবাই ঘরেই আছেন।

জেমি ডে বলেন, আমি লন্ডনের যে এলাকায় আছি সেখানে মানুষের চলাচল আগের চেয়ে কম। জরুরি কাজ না থাকলে মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। বেশিরভাগ মানুষই নিজ ঘরে সেলফ আইসোলেশনে আছেন।

আমি বা আমার পরিবারের কেউও বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাই না। আমি মনে করি, আগামী কয়েক সপ্তাহ মানুষ ঘরে অবরুদ্ধ হয়ে থাকবে। এ মুহূর্তে সবাই খুবই সতর্ক।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :