উহানে করোনায় নতুন আক্রান্ত নেই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ০৯:৫০| আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৪:৫০
অ- অ+
বীরের বেশে ফিরছেন ঘরে উহানে কর্মরত চিকিৎসক-নার্সরা

প্রায় তিন মাস আগে চীনের যে প্রদেশ থেকে রহস্যজনক নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল, সেই হুবেইয়ে প্রথমবারের মতো নতুন কোনো আক্রান্ত নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন। গত বুধবার চীনের মধ্যাঞ্চলীয় জনবহুল এই প্রদেশের পাশাপাশি চীনের মূল ভূখণ্ডেও স্থানীয়ভাবে নতুন করে করোনায় কেউ আক্রান্ত হয়নি। তবে এদিন চীনে ৩৪ জন আক্রান্ত হয়েছেন, যারা বিভিন্ন দেশ থেকে চীনে ফিরেছেন।

চীন জানিয়েছে, একদিনে ৮ জন নিহত হয়েছেন। এনিয়ে চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন। এর মধ্যে উহানে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৫ জন এবং হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮০০ জন।

গত দুই মাস আগে করোনাভাইরাসের সঙ্গে মরণপণ লড়াই করছিল চীন। তবে দুই মাস পর সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন চীনে করোনা রোগীর সংখ্যা শূন্যের কোটায় এসে ঠেকেছে অপরদিকে বিশ্বে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনার বিরুদ্ধে জয়ী হয়ে এবার বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়েছে চীন।

এছাড়া এই ভাইরাস বিশ্বের অন্যান্য দেশ থেকে যেন আবার চীনে মহামারি রূপ না নিতে পারে তার জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে শি জিনপিং সরকার। যেকোনো দেশ থেকে কেউ চীনে প্রবেশ করলেই তাকে বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার যদি করোনার কোনো আলামত না থাকে তবুও।

ঢাকা টাইমস/১৯মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিআর পদ্ধতিতে নির্বাচন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে : সেলিম উদ্দিন
কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রিজভী
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ: ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা