ব্যক্তি উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৫:২০
অ- অ+

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে রাজধানীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, বস্তি ও নিন্ম আয়ের মানুষের মধ্যে চার হাজার মাস্ক ও সাবান বিতরণ করেছেন একদল সমাজকর্মী।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এবং তেজকুনীপাড়া দুইটি মাদ্রাসা ও একটি বস্তি এবং রিকশা চালক ও পথচারীদের মধ্যে বিনামূল্যে এসব মাস্ক ও বিতরণ করা হয়।

এছাড়া করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিকারমূলক কর্মসূচি পালন করার পাশাপাশি আরেকদল সমাজকর্মী হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ানোর কর্মসূচি পালন করেন।

উদোক্তা বিল্লাল হোসেন বলেন, ‘করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিস্তার লাভ করছে। সামনে আরো ভয়াবহ রূপ নিয়ে পারে। করোনাভাইরাস বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতা কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছি।’

বিল্লাল হোসেন বলেন, ‘এই ভাইরাস থেকে মুক্তি পেতে জনসমাগম এড়িয়ে চলা এবং সচেতনতা কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে সকলের উচিত সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/এনআই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা