তামিম-মুশফিকদের দেখানো পথে বিসিবিও

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১১:২৩| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:২৯
অ- অ+

করোনাভাইরাস জেঁকে বসেছে পুরো বিশ্বে। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক সব ক্রীড়াযজ্ঞ। করোনা প্রকোপে টালমাটাল চিকিৎসা ব্যবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের তামাম ক্রীড়াবিদরা। ফুটবলার মেসি-রোনালদো কিংবা ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন সবাই নিজের জায়গা থেকে সামর্থ্যানুযায়ী নিজনিজ দেশকে সাহায্য করতে চেষ্টা করছে। সেই তাগিদে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও নিজেদের বেতনের অর্ধেক টাকাই দিয়ে দিলেন দেশের দুর্যোগখাতে। এবার টাইগারদের দেখানো পথেই হাটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তকর্তারা।

বুধবার সন্ধ্যায় বিসিবির উদ্যোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা। তবে উদ্যোগটি কি হবে তা পরিস্কার করে জানাননি তারা।

এ ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করব। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব।’

বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অতি অবশ্যই করোনা মোকাবেলায় সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। তবে কিভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনোভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো জানান, ‘করোনাভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী না হয় নগদ অর্থ দেওয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে। ইতিমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছে এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করব কিভাবে করোনা সংকটে বিসিবি ভুমিকা রাখতে পারে।’

এর আগে করোনাভাইরাস মোকাবেলার জন্য এটি ফান্ড গঠন করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক এই ফান্ডে দিয়েছেন ২৭ জন ক্রিকেটার। এখন পর্যন্ত ফান্ডে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা