সহশিল্পীদের অর্থ সহায়তা দেবেন সোহাগ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ০৮:৩৯
অ- অ+

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। যার থাবা পড়েছে বাংলাদেশেও। এর ফলে অন্য সব ক্ষেত্রের মতো স্থবির হয়ে আছে বিনোদন জগতও। এই মাধ্যমে কাজ করা অনেকেই এখন বেকার। আয় রোজগার নেই, সংসারে অর্থকষ্ট। সেই কষ্ট কিছুটা হলেও লাঘবে রবিবার অসচ্ছল শিল্পীদের নগদ অর্থ দেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার একই ঘোষণা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

বিনোদন জগতে এমন একটি দল আছে, যারা নাচের উপর নির্ভরশীল। তাদের রুটি রোজগার চলে বিভিন্ন নাচের প্রোগ্রামে অংশগ্রহনের মাধ্যমে। কিন্তু দেশব্যাপী করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে সবাইকে বের হতে নিষেধ করেছে সরকার। ফলে অন্যদের মতো বিপাকে পড়েছে এসকল নৃত্যশিল্পীরাও। তাদের পাশে দাড়াতে চান সোহাগ।

এ প্রসঙ্গে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘আমাদের প্রায় ২৫টি প্রোগ্রাম বাতিল হয়েছে। হঠাৎ করে প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং দেশের এই পরিস্থিতি সবকিছু মিলিয়ে যাদের সংসার চলে প্রোগ্রামের টাকা দিয়ে, তারা একেবারে হিমশিম খাচ্ছে। আমার একা সবাইকে সাহায্য করা সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে চেষ্টা করছি।’

তিনি আরও জানান, ‘পরিচিত নৃত্যশিল্পীদের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে যাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো এরকম কয়েকজনকে বাছাই করেছি। বর্তমান বেকার নৃত্যশিল্পীরা কমপক্ষে ১৫ দিনের বাজার যেন করতে পারে, এই পরিমান অর্থ তাদের দেয়া হবে। এরইমধ্যে আমাদের গ্রুপের মধ্যে এবং গ্রুপের বাইরে কিছু মানুষকে বাছাই করে এই অর্থ দেয়া শুরু হয়েছে।’

সোহাগ বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন এই ক্রান্তিলগ্নে সৃষ্টিকর্তার আশীর্বাদে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। পাশাপাশি আমাদের সহশিল্পীরাও সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।’

ঢাকাটাইমস/৩০মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা