নিউইয়র্কে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ০৯:২১| আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৯:২২
অ- অ+

প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে হাজারো মানুষের নাম। দীর্ঘ হচ্ছে অচেনা ভাইরাসটিতে মৃতের সংখ্যাও। তার মধ্যে দেশটির অঙ্গরাজ্যে নিউইয়র্কের অবস্থা বেশি খারাপ। সেখানে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা। গতকাল একদিনেই নিউইয়র্কে ২৩৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, গত একদিনে ২৩৭ মৃত্যু নিয়ে শুধু নিউইয়র্কেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৯৬৫ জনের মৃত্যু হলো। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি নিউইয়র্কে।

সংবাদ সম্মেলনে গভর্নর কুওমো আরও জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ হাজার ৫১৩ জনে।

নিউইয়র্কে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে দুই হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

গত বছরের শেষ দিন চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় দুই শর মতো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে। ইতালি ও স্পেন মৃত্যুর তালিকায় শীর্ষে থাকলেও আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন।

ঢাকাটাইমস/৩০মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা