হ্যান্ড স্যানিটাইজারের বিকল্প কাপড় ধোয়ার সাবান

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ০৯:৫৭
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে বিশ্ব জুড়ে চাহিদা অনুযায়ী জোগান নেই। এই অবস্থায় সংক্রমণ বিশেষজ্ঞরা বলেছেন যে সংক্রমণের বিস্তার এড়ানোর সবচেয়ে ভাল উপায় কিন্তু হ্যান্ড স্যানিটাইজার নয়, অতি সহজলভ্য সাবান।

সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়াই করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। সাবান দিয়েই করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিশেষ করে কাপড় ধোয়ার সাবান। কেননা, বিশেষজ্ঞরা ক্ষারযুক্ত সাবানকে বেশি প্রাধাণ্য দিচ্ছেন।

বিশেষজ্ঞের মতে, স্যানিটাইজারের প্রাথমিক উপাদান হল অ্যালকোহল। এটিও করোনভাইরাস-এর লিপিড স্তরটি ভেঙে ফেলতে পারে। তবে সাবানের মতো ভাইরাস-এর সঙ্গে অ্যালকোহলের দ্রুত বন্ধন গঠন হয় না। তাই বিশেষজ্ঞদের দাবি, হ্যান্ড স্যানিটাইজারের থেকে সাবান ভাইরাস প্রতিরোধে বেশি কার্যকরী। পানি এবং সাবান ব্যবহারের সুযোগ না থাকলে তখন হ্যান্ড স্যানিটাইজার সাবানের ভালো বিকল্প হতে পারে। কিন্তু, তারপরেও হ্যান্ড স্যানিটাইজারের থেকে সাবানই ভাইরাস মোকাবেলায় বেশি শক্তিশালী। এক্ষেত্রে কাপড় ধোয়ার সাবানই বেশি কার্যকর।

সাবানই সবচেয়ে ভাল উপায়, ধনী-গরিব সবার জন্য। হাতের কাছে পানি না থাকলে তখনই একমাত্র স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা