‘চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নেই রাজশাহী মেডিকেলে’

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৬:৩৯
অ- অ+

‘করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আপাতত চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই।’

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বুধবার এ তথ্য দেন উত্তরাঞ্চলের বৃহৎ এই হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় রাজশাহী মেডিকেল কলেজে ল্যাব স্থাপন হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালও প্রস্তুত। এখন হাসপাতালে চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) রয়েছে চার হাজার ৪০০ পিস। দুই হাজার ২৭৫ গগোজ (নিরাপত্তা চশমা), ২০ হাজার মাস্ক, ২৫ হাজার ক্যাপ ও ২৫ হাজার গ্লাভস মজুদ রয়েছে।

সাইফুল ফেরদৌস বলেন, পর্যাপ্ত চিকিৎসা সররঞ্জাম রয়েছে। প্রয়োজন হলে আরও আনা হবে। প্রতিটি ওয়ার্ডে নার্স ও চিকিৎসকদের জন্য প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা পোশাক দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- করোনা বিশেষজ্ঞ চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ। তিনি রাজশাহীবাসীর প্রতি বলেন, কেউ আতঙ্কিত হবেন না। আমাদের দেয়া নাম্বরগুলোতে কল করুন। আমাদের কাছ থেকে পরামর্শ নিন। আমরা প্রস্তুত আছি। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। সেখানে পাঁচজন চিকিৎসকের আলাদা টিম করে দেয়া হয়েছে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়ে ডা. আজাদ বলেন, ১ কোটি ১০ লাখ ঢাকা ফেরত মানুষ এখন দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। নিজেদেরসহ পরিবার ও সমাজের স্বার্থে সবাইকে আরো অন্তত সাতদিন ঘরের ভেতরেই থাকতে হবে। এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। করোনাভাইরাসে আক্রান্ত একজন অন্তত তিনজনকে ইনফেকটেড করতে সক্ষম। রাজশাহীতে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা