ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা ফিফার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৯:৪৫
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে এই ভয়াল থাবা। স্থগিত হয়ে গেছে সকল খেলাধুলা। ফলে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে ফুটবল ক্লাবগুলোও। বাধ্য হয়ে ক্লাবের খেলোয়াড়দের বেতন কাটা হচ্ছে ও কর্মচারীদের ছাটাই করা হচ্ছে।

কিছু কিছু ক্লাব দেউলিয়ার মুখে পড়েছে। এই ভয়াবহ অবস্থায় এগিয়ে আসার সিদ্বান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এক বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’

ফিফা আরও জানিয়েছে, ‘আমাদের এখনও ১. ৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা