এক বছর বেতন না পেলেও কিছু হবে না: তেভেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৩২
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য সবকিছু এখন ওলট পালট হয়ে গেছে। বাধ্য হয়ে বিশ্বের নামী-দামি ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন কর্তন করছে। আবার অনেকে নিজ থেকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। তবে আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ মনে করেন, এক বছর বেতন না পেলেও খেলোয়াড়রা ভালোভাবে দিন কাটাতে পারবে।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার তেভেজ আমেরিকার একটি টিভিতে এক সাক্ষাৎকারে বলেন, ‘একজন ফুটবলার ৬/১০ মাস বা এক বছর বেতন না পেলেও ভালোভাবে চলতে পারবে, বেঁচে থাকতে পারবে।’

বিশ্বের অনেক দরিদ্র মানুষ আছেন, যারা দিন আনে দিন খায়। তাদের কথা টেনে এনে তেভেজ বলেন, ‘বিশ্বে অনেকেই আছেন, পরিবারের খাবার জোগাড় করতে সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা-রাতে বাড়িতে ফিরেন। আমাদের অবস্থা তো আর সেই সব মানুষদের মতো নয়। তাদের চাইতে আমাদের আয় অনেক বেশি।’

মহামারীর এই পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসার অনুরোধও করেন তেভেজ, ‘বাড়িতে যাদের পর্যাপ্ত খাবার আছে তাঁদের পক্ষে বড় বড় অনেক কথা বলাই সম্ভব। কিন্তু যাঁরা দিন আনে দিন খায়, তাঁদের জন্য দিনের পর দিন ঘরে বসে থাকাটা সত্যিই খুব ভয়ংকর-হতাশার। এমন কঠিন সময়ে ক্লাবগুলোকে ও ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের উপকারে সবার সাধ্যমত ঝাঁপিয়ে পড়তে হবে।’

সকলে নিরাপদে থাকলে ও বিত্তশালীরা সহায়তার হাত বাড়িয়ে দিলে, এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব বলে জানান তেভেজ, ‘সকলে নিজের নিরাপত্তা নিজে করতে পারলে এই সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়া বিত্তশালীরা এগিয়ে আসলে অসহায়রাও বিপদে পড়বে না।’

(ঢাকাটাইমস/০৩ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা