মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১২০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১১:১০
অ- অ+

ইউরোপে হাজার হাজার প্রাণ কেড়ে এবার যুক্তরাষ্ট্রে কেন্দ্র গড়ে তুলেছে করোনাভাইরাস। ক্রমেই খারাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২০০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬১৮ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৩০ জন।

এর আগেই হৃদয়বিদারক সপ্তাহ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, ‘সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।’

মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় আমেরিকায় এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা থেকেই ১ লক্ষ করোনা আক্রান্ত মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষ দপ্তর পেন্টাগন সূত্র এমন তথ্য জানিয়েছে।

ঢাকা টাইমস/০৬এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা