হাত ধোয়ায় মানুষের চেয়েও স্মার্ট রাকুন! (ভিডিও)

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৮:৪৬
অ- অ+

নভেল করোনাভাইরাসে ধুঁকছে বিশ্ববাসী। সংক্রামক এই ব্যাধির সংক্রমণ ঠেকাতে বারবার হাত ধোয়া, হাত স্যানটাইজড করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকক্ষেত্রে মানুষ চিকিৎসকদের পরামর্শ মাফিক হাত ধোয়ার নির্দেশনা মানতে অজ্ঞতারও পরিচয় দেন। তবে এক্ষেত্রে মানুষের চেয়েও ভালোভাবে হাত ধুয়ে দেখালো আদুরে প্রাণী হিসেবে খ্যাত রাকুন।

টিকটকে ছড়িয়ে পড়া রাকুনের ১৫ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতের বনবিভাগের এক কর্মকর্তা। পারভীণ কাসওয়ান নামের ওই কর্মকর্তা লিখেছেন, এখন সবাইকে সতর্ক থাকতে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন।

ওই ভিডিওতে দেখা গেছে, রাকুনটি প্রথমে একটি গামলায় থাকা পানিতে তার দুটি হাত ডুবিয়ে কয়েক সেকেন্ড ঘষছে। তারপর পাশের আরেকটি গামলায় থাকা সাবানপানিতে হাত ডুবিয়ে ঘষাঘষি করে আবার পানিতে ধুয়ে নিচ্ছে। এমনকি সাবানের ঘ্রাণ রয়ে গেছে কিনা হাত নাকের কাছে এনে তাও শুঁকতে দেখা গেছে তাকে।

টুইটিারে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। কেউ একজন তো লিখেই দিয়েছেন, ‘হাত ধোয়ায় মানুষের চেয়েও স্মার্ট!’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঢাকাটাইমস/১০এপ্রিল/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা