ভারতে বাদুড়ের শরীরে মিলল করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ১৬:৪৯

করোভাইরাসের ভয়ে কাঁপছে বিশ্ব। চীনের উহান থেকে শুরু হওয়া এই ভাইরাস কিসের মাধ্যমে ছড়িয়েছে তা নিয়ে এখনো সন্দিহান গবেষকরা। এমন অবস্থায় ভারতে বাদুড়ের শরীরে মিলেছে করোনাভাইরাস। কেরালা, হিমাচল, পুদুচেরি ও তামিলনাড়ুর বাদুড়ের শরীরে করোনাভাইরাস মিলেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

তবে ভারতের বাদুড়ের শরীরে পাওয়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলে আইসিএমআর এর পক্ষ থেকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন, বাদুড়ের শরীরে পাওয়া ভাইরাসকে ব্যাট করোনাভাইরাস হিসেবে উল্লেখ করা হয়। এই ভাইরাস মানব শরীরে সংক্রমণের কোনো আশঙ্কা নেই। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ এই গবেষণা প্রকাশিত হয়েছে।

দু’ধরনের প্রজাতির বাদুড়ের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে বলে ওই গবেষণায় জানানো হয়েছে। ভারতে প্রায় ১১৭ প্রজাতির বাদুড় দেখা যায়। তাদের মধ্যে আবার ১০০টি উপ-প্রজাতি রয়েছে।

গত ১৩ এপ্রিল প্রকাশিত ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ‘বাদুড়ের দেহে করোনাভাইরাসের সন্ধান করতে আমরা ২০১৮ ও ২০১৯ সালে পি. মেডিয়াস ও রুসেটাস প্রজাতির বাদুড়দের বেছে নিই বিভিন্ন রাজ্য থেকে। কেরালা, কর্নাটক, চণ্ডীগড়, গুজরাট, ওডিশা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে পেট্রপাস এসপিপি প্রজাতির বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করে দেখা যায়, বাদুড়ের দেহ থেকে সংগহীত সোয়্যাবে ৯৩.৬৯ শতাংশ থেকে ৯৩.৯০ শতাংশ করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।’

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, গুহার ভেতরে থাকা বাদুড় নিয়ে উহানে গবেষণা করছিল চীন। সেখান থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাদের দাবি উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে চলছিল সেই গবেষণা। ওই বাদুর ধরে আনা হয়েছিল হাজার মাইল দূর থেকে আর গবেষণার পেছনে অর্থ দিয়েছিল মার্কিন সরকার।

তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অনেক দাবি উঠেছে। যার কোনোটার পক্ষেই খুব বেশি যুক্তি-প্রমাণ উপস্থাপন করতে পারেননি কেউ।

ঢাকা টাইমস/১৫এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নিচে খাদে পড়ল বাস, নিহত ২১

রাফাহতে কার্যক্রম স্থগিত করল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন

মোদির মতো এত নীচুমানের প্রধানমন্ত্রী দেখিনি: মনমোহন সিং

গাজা-মিশর সীমান্ত নিয়ন্ত্রণে নিলো ইসরায়েল

বেলুচিস্তান সীমান্তে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত 

আজব হামলা কিমের, দক্ষিণ কোরিয়ায় বেলুনের সঙ্গে আবর্জনা ও মল পাঠাচ্ছে উত্তর কোরিয়া!   

মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসে আগুন দিল ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা

পুতিনের সাবেক দেহরক্ষীই রাশিয়ার পরবর্তী নেতা!

ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ব্রাজিল

গাজায় জাতিসংঘের সত্তা মরে গেছে: এরদোয়ান

এই বিভাগের সব খবর

শিরোনাম :