সাভারে সাংবাদিককে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ২২:১৬
অ- অ+

সাভারে এক সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন। শনিবার বিকালে পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ‘ দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার সাভার প্রতিনিধি ওমর ফারুক।

অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লোকসমাগম ঘটিয়ে পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লার বিরোধপূর্ণ জমিতে কাজ চলছিল। শনিবার সকালে সাংবাদিক ওমর ফারুক পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে যান। সেখানে গিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন এবং স্থির চিত্র ধারন করেন তিনি।

এসময় পুলিশের উপস্থিতিতে আজাহারুল ইসলাম পিচ্চি নামে এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালি দেন। পরে তাকে মারধর করে মোটরসাইকের চাবিও ছিনিয়ে নেয়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগীতায় তিনি আত্মরক্ষা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিকে গাড়ি হস্তান্তর করেছে এবি ব্যাংক
সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা