দ্বিতীয় সংসারও ভাঙছে সুনিধি চৌহানের

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১১:০০
অ- অ+

বলিউডে সংসার ভাঙাদের তালিকায় আবারও নাম উঠতে চলেছে সেখানকার জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিতীয় স্বামী হিতেশ সোনিকের থেকে ইতোমধ্যেই তিনি আলাদা থাকতে শুরু করেছেন। তারা নাকি বিবাহবিচ্ছেদ চেয়ে কোর্টে মামলাও করেছেন।

দুই বছর প্রেম করার পর ২০১২ সালে হিতেশকে বিয়ে করেন সুনিধি চৌহান। এরপর দুজনে মিলে গোয়ায় জমকালো রিসেপশন পার্টিও দিয়েছিলেন। সেই থেকে কিছু দিন আগে পর্যন্ত ভালোই চলছিল তাদের দাম্পত্য। ২০১৮ সালে তাদের সংসারে আসে পুত্র সন্তান। কিন্তু অশান্তির শুরু চলতি বছর থেকে।

ভারতে লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন সুনিধি ও হিতেশ। কিন্তু সেই খবর জনসমক্ষে আনেননি তারা কেউই। এমনকী এ বিষয়ে প্রশ্ন করলে স্বীকারও করতে চাননি তারা।

কিছুদিন আগেই সুনিধি তার স্বামী হিতেশ ও এক বন্ধুর সঙ্গে গোয়াতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরেই নাকি তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত। কোনো ভাবেই একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। শেষমেশ তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে ২০০২ সালে ১৮ বছর বয়সে ড্যান্স কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে বিয়ে হয়েছিল সেরা গায়িকা হিসেবে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার জেতা সুনিধি চৌহানের। মাত্র এক বছর টিকেছিল সে সংসার। পরের বছরই ববির থেকে ডিভোর্স নিয়ে নেন জনপ্রিয় এই সংগীত তারকা।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা