ঘাটাইলে টিসিবির পণ্য মজুদে ব্যবসায়ীর জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ২৩:৩৩

টাঙ্গাইলের ঘাটাইলে টিসিবির পণ্য মজুদ ও বিক্রির দায়ে হায়দার আলী নামে এক ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার সাগরদীঘি বাজারে এ আদেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে একটি দল উপজেলার সাগরদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় একতা স্টোর নামে একটি দোকানে টিসিবির ৩৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারায় ব্যবসায়ী হায়দার আলীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন প্রকার অনিয়ম পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :