বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, উদ্বোধন হতে পারে ৪ মে

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় বসুন্ধরার হাসপাতাল পরিচালনার জন্য কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। একজন পরিচালক ও দুজন উপ-পরিচালকের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে হাসপাতালটি। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ মে হাসপাতালটির কার্যক্রম শুরু করতে আর বাধা নেই বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।
শুক্রবার আইসিসিবি সেন্টারে নিয়মিত ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
হাসপাতাল নির্মাণের কাজের সবশেষ অবস্থা নিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাজ শেষ হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু যে কোনো সময় তারা এলে কাজ শুরু করতে পারবে।’
‘দেশ ও মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যে আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে পরবর্তী সময়ে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১মে/এইচএফ)
মন্তব্য করুন