‘বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র আত্মপ্রকাশ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২০, ০৯:২৬
অ- অ+

ইতালিতে সুস্থধারার সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ইতা‌লি’ আত্মপ্রকাশ ক‌রে‌ছে। শুক্রবার ১ মে অনলাইনে এক সাধারন সভায় সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্র‌তি বাংলা প্রেস ক্লাব ইতালির সংখ্যাগ‌রিষ্ঠ সদ‌স্যের অংশগ্রহণে সক‌লের সম্ম‌তি‌তে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দি‌য়ে তিন সদস্য বি‌শিষ্ট আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হয়। কিন্তু বিলুপ্ত ক‌মি‌টির কিছু সদস্য অসাংগঠ‌নিক এবং গঠনতন্ত্র লঙ্ঘন ক‌রে কোনো আলোচনা ছাড়াই আরেক‌টি ক‌মি‌টি ঘোষণা ক‌রে। যার ফ‌লে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি এবং সাংবা‌দিকদের মর্যাদা ক্ষুন্ন হয়।

এমতাবস্থায় আহ্বায়ক ম‌নিরুজ্জামান ম‌নির, সদস্য স‌চিব কম‌রেড খোন্দকার ও সদস্য শাহীন খ‌লিল কাউসারসহ সুস্থধারার সকল সাংবা‌দিক আলোচনার মাধ্য‌মে সিদ্ধান্ত নেয় যে, সুস্থমনার সাংবা‌দিকতায় "বাংলা‌দেশ প্রেস ক্লাব, ইতা‌লি" না‌মে নতুন আরেক‌টি প্লাটফর্ম থে‌কে সমাজ‌কে এগি‌য়ে নেয়ার জন্য কাজ কর‌বে। দেশীয় কৃ‌ষ্টি সংস্কৃ‌তি তু‌লে ধর‌তে এবং প্রবাসী‌দের কার্যক্রম দে‌শসহ সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দিতে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রে যা‌বে।

এই সংগঠন মূলত ইতালিতে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে ব‌লে সভা থে‌কে জানা‌নো হয়। পাশাপা‌শি দ্রুত সময়ের ম‌ধ্যে সদস্য সংগ্রহের কার্যক্রম করাও ঘোষণা দেয়া হয়।

ঢাকাটাইমস/২মে/সিকে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা