ফরিদপুরে ১৪ ব্যবসায়ীর জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২১:৪৮

পচা খেজুর এনে গুদামজাত করা এবং সরকারি নির্দেশনা অমান্য করে বেচাকেনা করার অপরাধে খেজুর ব্যবসায়ীসহ ১৪ জনকে দুই লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের বারজবাড়ী রাস্তার মোড়ে ফরিদপুর কোল্ড স্টোরেজ লি. (ফরিদপুর হিমাগার) ও ভাঙ্গা পৌরবাজার ও পুখুরিয়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু জানান, ফরিদপুর হিমাগারে চট্টগ্রাম থেকে ১৩ শত প্যাকেটে (প্রতিটিতে পাচ কেজি করে) মোট ছয় হাজার ৫০০ কেজি খেজুর আনেন ফরিদপুর শহরের গোয়ালচামট সিংপাড়া এলাকার ব্যবসায়ী সতীশ কুমার সরকার। আদালত ওই হিমাগারে অভিযান চালিয়ে পাকেট খুলে পচা খেজুর দেখতে পায়। পরে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় ভাঙ্গা পৌরসদর ও পুখুরিয়া বাজারে ১৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :