যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে আছালত হোসেন (৫৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছালত মারা যান।
মৃত আছালত ঝিনাইদহ জেলা সদরের গোপীনাথপুর পশ্চিমপাড়ার মৃত শমসের মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ জেলার নারী-শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালায় জানান, ঝিনাইদহ জেলা কারাগার থেকে আছালত হোসেন নামে সাজাপ্রাপ্ত ওই বন্দিকে ২০০৭ সালের ১০ জানুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ঝিনাইদহের আদালত তাকে ফাঁসির আদেশ দেন। আসামি পক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হন। পরে হাইকোর্ট মামলাটি পর্যালোচনা করে মৃত্যুদণ্ডের বদলে তাকে যাবজ্জীবন কারাভোগের আদেশ দেন। এর পর থেকে আছালত যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
আছালতের ছোট ভাইয়ের স্ত্রী নার্গিস আলম মৃত্যুর খবর শুনে মরদেহ নিতে যশোর এসেছেন।
(ঢাকাটাইমস/৬মে/কেএম)

মন্তব্য করুন