কৃষকদের ধান কেটে দিয়েছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ১২:০৭
অ- অ+

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষকদের নিয়ে কৃষকদের জমির ধান কেটে দিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন। শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলহাটা ও কচুবাড়িয়া গ্রামের দুই কৃষকের ৮০ শতক জমির ধান কেটে দেন তারা।

বর্গাচাষি ইকলাস শেখ বলেন, আমি একজন চা বিক্রেতা। অর্থসংকটে ধান কাটতে না পারায় আমি এলাকার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। এরপর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষক ও ছাত্ররা আমার জমির ধান কেটে দিয়েছেন।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন- যশোর শিক্ষাবোর্ডের প্রকৌশলী কামাল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক আব্দুল্লাহ আল মুকিত, নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, লক্ষীপাশা লোহাগড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মচারীরা।

ঢাকাটাইমস/৯মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
এখনই ফিরছেন না তারেক রহমান, কৌশলগত গুরুত্বপূর্ণ সময়ের অপেক্ষা
‘কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা