দ্বিতীয় মেয়ের জন্য দোয়া চাইলেন সাকিব

দ্বিতীয় মেয়ে ইররাম হাসানকে প্রকাশ্যে আনলেন সাকিব আল হাসান। ইররামকে মাঝে নিয়ে সাকিবের পুরো পরিবারের একটি ভিডিও তৈরি করেছে কার্নিভাল ইন্টারনেট এবং তা সোমবার দেশসেরা অলরাউন্ডারের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ইররামের জন্মের আট দিন পর তার নাম প্রকাশ করেছিলেন সাকিব।
এ ক্রিকেট তারাকার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলোকিত করে প্রথম রমজানে (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি হাসপালে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। পাঁচ বছর আগে এ দম্পতির প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করে।
অনলাইনে প্রকাশ করা ভিডিওতে সাকিব তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। তার স্ত্রী শিশিরও পরিবারের নতুন সদস্যের জন্য দোয়া কামনা করেন।
সাকিব এর আগে লিখেছিলেন, ‘গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ফজরের সময়ে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যা সন্তান লাভ করেছি। তার নাম রেখেছি ইররাম হাসান। এ নামের অর্থ জান্নাত। ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ।’
এর আগে স্ত্রী শিশিরকে সঙ্গ দিতে সাকিব মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে ১৪ দিনের জন্য সেলফ-আইসোলেশনে ছিলেন তিনি।
দেশের এ তারকা খেলোয়াড় বর্তমানে আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে খেলার মাঠের বাইরে আছেন। এ অলরাউন্ডার আগামী অক্টোবরে ক্রিকেট মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১২ মে/এসইউএল)

মন্তব্য করুন