বার্নাব্যুতে ম্যাচ আয়োজন করবে না রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৯:৫৭
অ- অ+

করোনা মহামারী কাটিয়ে পুনরায় লা লিগা মৌসুম অচিরেই শুরু হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিশ্চিত করেছেন করোনার পর মৌসুম শুরু হলে লা লিগার কোন হোম ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করা হবে না। তার পরিবর্তে ভালদেবেবাসে ক্লাবের ট্রেনিং ভেন্যু আলফ্রেডো ডি স্টিফানো স্টেডিয়ামে রিয়ালের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সমর্থকদের উদ্দেশ্য করে এক বার্তায় পেরেজ জানিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদের বাকি থাকা সব হোম ম্যাচ আমরা আলফ্রেডো ডি স্টিফানো স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে কাজ এগিয়ে নিতে সুবিধা হবে।’

আলফ্রেডো ডি স্টিফানো স্টেডিয়ামে হোম ম্যাচগুলোর খেলার কারণে নির্ধারিত সময়ের আগেই সান্তিয়াগো বার্নাব্যুর পুনঃসংস্কারের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার লা লিগা ২০১৯-২০ মৌসুমের করোনা পরবর্তী বাকি ম্যাচগুলোর সূচি ঘোষণা করেছে। আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা মাঠে গড়াচ্ছে। আগামী ১৪ জুন এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ মাঠে ফিরছে। ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পুনরায় শুরু করবে শীর্ষে থাকা বার্সেলোনা।

(ঢাকাটাইমস/৩ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
খন্ড খন্ড মিছিল আর স্লোগানে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা