কুমিল্লায় নির্যাতিত সেই যুবককে এলাকা ছাড়ার হুমকি

এলাকার লোকজনের জন্য ত্রাণ চেয়ে কুমিল্লার দেবিদ্বার গুনাইঘর (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খানের হাতে নির্যাতিত যুবককে এবার এলাকা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। নির্যাতিত আশেকে এলাহী উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তাকে নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
রবিবার দুপুরে কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলনে আশেকে এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খাঁন ও তার লোকজনের নির্মম নির্যাতন, বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, আগুন দেয়ার ফিরিস্তি তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নির্যাতনের ন্যায় বিচার এবং আগের ঘটনার পুনঃতদন্ত দাবি করেন।
সংবাদ সম্মেলনে আশেকে এলাহী অভিযোগ করে বলেন, গত ৩০ মে রাতে তাকে মারধর ও বাড়ি ঘরে হামলা এবং আগুন দেয়ার ঘটনা ঘটলেও থানায় গেলে ওসি তার অভিযোগ আমলে না নিয়ে তাকে বের করে দেন। এছাড়াও তাকে সহায়তাকারী গ্রামের লোকজনকে পুলিশ হয়রানি করছে।
তিনি বলেন, এর আগে এলাকাবাসীর জন্য ত্রাণের তালিকা দেয়ার অপরাধে গত ১১ এপ্রিল চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে তাকে বাড়ি থেকে পরিষদে ডেকে নিয়ে আটকে রেখে মারধর করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও তিনি ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করে ঘটনার পুনঃতদন্ত দাবি করেন।
চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত যুবক বলেন, এসব এ ঘটনায় সন্ত্রাসী হামলায় যেকোন সময় ওই গ্রামের যে কেউ লাশ হতে পারে।
তবে অভিযুক্ত আবদুল হাকিম তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন এবং এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে মাশিকাড়া গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৭জুন/কেএম)

মন্তব্য করুন