বাজেটে স্বাস্থ্যখাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৪:৫৮| আপডেট : ০৮ জুন ২০২০, ১৫:০৫
অ- অ+

আগামী (২০২০-২০২১) অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত।

সোমবার ‘করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা’শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

২০২০-২১ অর্থবছরের বাজেট করোনা মোকাবিলার জন্য হবে উল্লেখ করে আবুল বারকাত বলেন, গ্রাম পর্যায়সহ দেশের ৮২ ভাগ মানুষের কাছে করোনার সেবা পৌঁছায়নি। দায়সারা কাজ হয়েছে। এ মুহূর্তে প্রয়োজন ছিল শক্তিশালী স্বাস্থ্যসেবা। কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা খাত অত্যন্ত নাজুক। এ পরিস্থিতি থেকে উত্তোরণে স্বাস্থ্যখাতের জন্য আগামী বাজেটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানান আবুল বারকাত। এর মধ্যে ২৮ হাজার কোটি টাকা উন্নয়ন ব্যয় এবং ১২ হাজার কোটি টাকা পরিচালন ব্যয় বাবদ খরচের পরামার্শ দেন তিনি।

ড. বারকাত বলেন, করোনায় বাংলাদেশসহ সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা দেশের মানুষের জীবন ও জীবিকাকে ব্যাহত করেছে। কর্মহীনতা ও দারিদ্রতা বেড়েছে। তাই আগামী বাজেট হবে করোনা থেকে মুক্তির বাজেট। দেশের আয় ও সম্পদ বৈষম্য দূর করতে হবে।

আইএমএফের মতে, করোনায় বিশ্বের ৫০ ভাগ মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে উল্লেখ করে ড. বারকাত বলেন বলেন, ২০২০-২১ অর্থবছরের সংকোচনমূলক বাজেট চাই না, চাই সম্প্রসারণমূলক বাজেট।

সংবাদ সম্মেলনে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন আহমেদসহ অন্যার‌্য সদস্যরা।

(ঢাকাটাইমস/৮জুন/জেআর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা