তিন তারকার তিনটি গুণ নিতে চান রাবাদা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৭:০৭
অ- অ+

গতবারের আইপিএলে সুপার ওভারে কাগিসো রাবাদার গতি জিততে দেয়নি কলকাতা নাইট রাইডার্সকে। দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের তিনিই প্রাণভোমরা। সেই রাবাদাকে এক ভক্ত সোশ্যাল সাইটে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সর্বকালের সেরা ফাস্ট বোলারদের কিছু কিছু ভাল গুণ যদি নিতে বলা হয় তাঁকে, তাহলে কাদের থেকে তিনি তা গ্রহণ করবেন।

প্রোটিয়া বোলার সেই প্রশ্নের জবাবে বলেন, ‘সর্বকালের সেরা বোলারদের কিছু গুণ যদি আমাকে নিতে বলা হয়, তা হলে শোয়েব আখতারের গতি, ম্যাকগ্রার বাউন্স, লাইন ও লেন্থ এবং জিমি অ্যান্ডারসনের সুইং বোলিং আমি নেওয়ার চেষ্টা করব।’

ব্যাটসম্যানদের গতি দিয়ে বিব্রত করেন রাবাদা। সেই সঙ্গে তাঁদের স্লেজিং করতেও পিছপা হন না। কিন্তু রাবাদা চান মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক। তার জের যেন মাঠের বাইরে না আসে। রাবাদা বলেছেন, ‘অনেকেই মনে করেন, আমি খুব মাথা গরম করি। ঘটনা হল, স্লেজিং খেলারই অঙ্গ। কোনও ফাস্ট বোলারকেই ব্যাটসম্যান পছন্দ করে না। তবে একটা কথা মনে রাখতে হবে, বোলার ও ব্যাটসম্যানের লড়াই যেন মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলার শেষে দুজনেই যেন হাত মেলায় একে অপরের সঙ্গে। একে অপরকে যেন শ্রদ্ধা করে।’

রাবাদার এই দর্শন যদি অন্য ক্রিকেটাররা অনুসরণ করেন, তাহলে মাঠের লড়াই মাঠেই থাকবে। তার জের পড়বে না মাঠের বাইরে।

(ঢাকাটাইমস/৮ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা
মাইলস্টোন ট্রাজেডি: ছয় লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ
স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, বেতন-ভাতা ফেরত দিয়ে চলে যাক: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা