সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী ফুটবল লিগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৯:৩৬
অ- অ+

করোনা মাহামারীর প্রাদুর্ভাবে থেমে যাওয়া ঘরোয়া ফুটবল মাঠে গড়াতে আরো দুই মাসেরও বেশি সময়ের প্রয়োজন হবে। আসন্ন ফিফা বিশ্বকাপের বছাই পর্বের ম্যাচের কারণে কিছুটা আগে কার্যক্রম শুরু হতে পারে পুরুষ ফুটবলের। এরপর মাঠে ফিরতে পারে নারী ফুটবল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর সভাপতি ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আকতার কিরণ বলেছেন, সেপ্টেম্বর থেকে নারী ফুটবল ফের শুরুর কথা ভাবছেন তারা।

কিরণ বলেন, ‘আসলে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। সবকিছু যদি সঠিকভাবে চলে তাহলে সেপ্টেম্বরে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।’ করোনাভাইরাস মহামারী আকারে দেশে ছড়িয়ে পড়ায় এর আগে ১৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ঘরোয়া খেলাধুলা।

প্রথমবারের মত শুরু হওয়া নারী ফুটবল লিগে এবার সাতটি দল অংশগ্রহণ করছে। পুরুষ প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া নারী লিগে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। শক্তিশালী ওই দলটি এ পর্যন্ত ৫টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে সর্বমোট ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার শীর্ষে। চার ম্যাচ থেকে ৯ পয়েন্টের সংগ্রহ নিয়ে পরের অবস্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব।

তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে এফসি উত্তরবঙ্গ ও কাচারিপাড়া একাদশ। চার ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ সাত পয়েন্ট করে। ৫ ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বেগম আনোয়ারা এসসি।

লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, নাসরিন স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কাচারিপাড়া একাদশ, বেগম আনোয়ারা এসসি, কুমিল্লা ইউনাইটেড ও এমকে গ্যালাক্টিকো সিলেট।

(ঢাকাটাইমস/৮ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানের আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে: তাসমিয়া প্রধান
ইসরায়েল একটি ‘অসভ্য রাষ্ট্র’: শীর্ষ বিরোধীদলীয় নেতার বক্তব্যে তোলপাড়
মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশে অবস্থান ইশরাক সমর্থকদের
দ্রুত নির্বাচনসহ ৩ ইস্যুতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা